প্রিয়াঙ্কা চৌধুরী
আমাকে যারা চিনে তারা সবাই কম বেশি আমাকে রাস্তা থেকে ফুল কুড়িয়ে মাথায় গুঁজতে দেখেছে। মা বাবা দেখেছে ঠাকুরের আসন থেকে ফুল চুরি করে মাথায় দিতে। কাঠগোলাপ আমার ভয়াবহ পছন্দের একটা ফুল। রাস্তায় কুড়িয়ে পেয়েও যাই যখন তখন। সিংহল নামতেই যখন দেখি আশেপাশে প্রচুর কাঠগোলাপের গাছ তখন খুশিতে মনটা ভরে গিয়েছিল। আমার এরকম অদ্ভুত কারণে প্রচন্ড খুশি হবার রেকর্ড আছে। এক সবজান্তা আমাকে বলে কাঠগোলাপ এই রাজ্যের জাতীয় ফুল। আমি প্রায় ঠিক করে ফেলেছি যে দেশে কাঠগোলাপ জাতীয় ফুল সে দেশে আমি আমার হৃদয় দেবো। অনেকদিন পর্যন্ত ওই ভ্রান্ত ধারণা নিয়েই ছিলাম, তারপর একদিন গুগলমামাকে জিজ্ঞেস করতেই সে জানিয়ে দিল বোকা মেয়ে এই দেশের জাতীয় ফুল নীল শাপলা।

একটু কষ্ট পেলেও ভাবলাম আরে! সারাজীবন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা পড়েছি, সিংহল দ্বীপেরও এক? এদিকে রবিবাবু দুই দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন আর জীবনের সব আনন্দের মধ্যে এক হলো নাটোরের বনলতা সেনের চোখে সিংহল সমুদ্র দেখা। দেখো তো কত মিল আর আমরা কিনা উঠে পড়ে লেগেছি অমিল খুঁজতে! লেখক: সংস্কৃতিকর্মী ও সাংবাদিক