ট্রাভেলগবিডি ডেস্ক
পানি সব সময়েই নিচের দিকে গড়ায় এমনটাই তো হয়ে আসছে পৃথিবীর আদিকাল থেকে। কিন্তু সেই সৃষ্টির নিয়মকেই মাঝে-মধ্যে চ্যালেঞ্জ জানায় প্রকৃতি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়েস্টার্ন ঘাটে রয়েছে এমনই এক জলপ্রপাত যার পানি পাহাড় থেকে নিচে পড়েনা। অবাক হওয়ার মতোই ব্যাপার। কিন্তু এটাই বাস্তব। তবে পানি নিচে না পড়ার ব্যাপারটা যতটা অদ্ভুত কারণটা ততটা অদ্ভুত নয়। খুবই সাধারণ একটি কারণে এই ঘটনা ঘটে। জলপ্রপাতের উল্টোদিকে কোনও পাহাড় নেই। সে কারণে উল্টোদিক থেকে যে বাতাস হয় তার বেগ এতটাই থাকে যে তা জলপ্রপাতের ধারাকে ধাক্কা মেরে উপরের দিকে উঠিয়ে দেয়।