ট্রাভেলগবিডি ডেস্ক
বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে নানা রকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকেই। এসব অনাকাঙ্খিত ঘটনা ভ্রমণ আনন্দ মাটি করে দেয়। অবসর বিনোদন কাটাতে গিয়ে সচরাচর যেসব ঝামেলা হয় এবং তা থেকে পরিত্রাণ পাবার উপায়।
যেসব ভোগান্তির মুখে মানুষ পড়ে:
১.যুগলদের ছবি তুলে বা আটকে টাকা আদায় করা।
২.জোর করে বিভিন্ন জিনিস কিনতে বাধ্য করা।
৩.আইনশৃঙ্খলা দলের সদস্য পরিচয় দিয়ে হয়রানি করা।
৪.হাঁটার পথে সাইকেল বা মোটরসাইকেল দিয়ে বিরক্তি তৈরি করা।
৫.বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের নামে চাঁদা আদায়।
কীভাবে ঝামেলা এড়ানো যেতে পারে
১. স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ফোন নম্বর মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখা।
২.কোনরকম সমস্যা বা হয়রানির মুখে পড়লে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।
৩.কাউকে হয়রানি করা হচ্ছে, এমন ঘটনা দেখতে পেলেও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত।
৪.রাত গভীর হলে নির্জন বা জনমানবশূন্য স্থানে একা একা না বসা।
৫.রাতে এমন স্থানের কাছাকাছি থাকা, যাতে বিপদে পড়লে আশেপাশের মানুষ বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া যায় ।