বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু

ট্রাভেলগবিডি ডেস্ক

সেতুটির দৈর্ঘ্য মাত্র ৩২ ফুটের মতো । এর চেয়ে আয়তনে ক্ষুদ্র সেতু বিশ্বে অনেক আছে। কিন্তু এই সেতুটির আবেদন একটু অন্যরকম। কারণ সেতুটি উত্তর আমেরিকার বিশাল দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় বিস্তৃত। অর্থাৎ সেতুর দুই পারে দুটি দেশের দুটি দ্বীপ। আর দুটি দ্বীপ এই সেতু দিয়ে সংযুক্ত।

উত্তর আমেরিকার মধ্যভাগে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের সেন্ট লরেন্স নদীতে পাশাপাশি দুটি দ্বীপ। দ্বীপ দুটোর একটি জাভিকন আইল্যান্ড এবং অন্যটি লিটল জাভিকন আইল্যান্ড। একটি আয়তনে বড় অন্যটি ছোট। বড় দ্বীপে আছে মাত্র একটা বাড়ী যা কানাডার অংশ আর আমেরিকার অংশ ছোট দ্বীপে কোন বাড়ী ঘর নেই।

লোকমুখে প্রচলিত খুব মজার একটি কাহিনী আছে এই দ্বীপ দুটোকে নিয়ে। কানাডার অংশের দ্বীপের মালিক স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া করে দেশ ত্যাগ করতেন অর্থাৎ বড় দ্বীপ থেকে ছোট দ্বীপে গিয়ে সময় কাটাতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন