পাথুরে নদী

ট্রাভেলগবিডি ডেস্ক

নদী ও পানি একে অন্যের পরিপূরক। পানি ছাড়া নদী পরিণত হয় মরা নদীতে। অর্থাৎ পানি ছাড়া নদী অস্তিত্ত্বহীন । তবে পৃথিবীতে এমন একটি নদী আছে যেটি পানি ছাড়াও বহাল তবিয়তে নদীর মর্যাদা নিয়ে টিকে আছে। এই নদীতে কোন পানি নেই। আছে শুধু পাথর আর পাথর।  বিগ স্টোন রিভার বা স্টোন রান নামে পরিচিত এই নদীর অবস্থান রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে। দক্ষিণ উরালের ঘন পাইন গাছে আবৃত তাগানাই বনের ভিতর দিয়ে নদীটি প্রবাহিত। নদীটির দৈর্ঘ্য ছয় কিলোমিটার। প্রস্থ বিশ মিটার থেকে সাতশ মিটার পর্যন্ত। ঘন পাইন বনের বুক চিরে প্রবাহিত এই নদীতে একফোঁটা পানি নেই। ফলে কোন জলজ প্রাণীও নেই। এমনকি পাথরের বুক চিরে কোন লতা-গুল্মেরও দেখা মেলে না।

গোটা নদীতে আছে শুধু বিশাল বিশাল আকৃতির পাথর। যার কোন কোনটির ওজন দশ টনেরও অধিক। পাথরের বুক চিরে কোন লতা-গুল্মেরও দেখা মেলে না। স্টোন রিভার সৃষ্টি নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। তবে সবচেয়ে বেশি গবেষক মতে, দশ হাজার বছর পূর্বে উরাল পর্বতের হিমবাহের বড় বড় আকৃতির বরফ থেকেই এই পাথরের সৃষ্টি। পৃথিবীর নানা প্রান্তেই পাথুরে নদীর দেখা মেলে। কিন্তু স্টোন রিভার অন্য সবগুলো থেকে আলাদা। কারণ অন্য নদীগুলোতে পাথর ও পানির সহাবস্থানে বিরাজমান। কিন্তু স্টোন রিভারে পানি নেই আছে শুধুই পাথর।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন