পর্যটনের হালচাল

শাহীদুল ইসলাম By শাহীদুল ইসলাম - 29 December, 2021

সময়ের চাকার আবর্তে আরও একটি বছরের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দরজায় কড়া নাড়ছে নতুন একটি বছর। করোনার ধকল কাটিয়ে কেমন গেল চলতি বছর-এই নিয়ে সরকারী বেসরকারী সব ক্ষেত্রে বিশ্লেষণ চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেছে। দ্বৈব চয়নের ভিত্তিতে পাচ হাজার খানার ওপর চালানো এই জরিপে উঠে এসেছে আমাদের পর্যটনের হালচাল। 

বিবিএসের প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৭ শতাংশ পর্যটক কক্সবাজারে ঘুরতে যায়। তারা পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে কমপক্ষে এক দিন ও এক রাত অবস্থান করতে পছন্দ করে। অন্যদিকে  বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ৫৭ দশমিক ৩৮ শতাংশ মানুষ।

দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশ ভ্রমণে পছন্দ করে। তারা মূলত কেনাকাট ও চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। বিদেশ ভ্রমণে পছন্দের শীর্ষে রয়েছে ভারত।  বিদেশগামী পর্যটকদের মধ্যে ৬০ শতাংশ ভারতে ভ্রমণে করেছে। এরপরের অবস্থানে রয়েছে সৌদি আরব। তারপর মালয়েশিয়া। 

বিদেশে ভ্রমণকারীদের মধ্যে সর্বাধিক ৪৫ দশমিক ১১ শতাংশ পর্যটক বিদেশ ভ্রমণ করেছেন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য। ১৫ দশমিক ৭৬ শতাংশ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে ও ১২ দশমিক ৭৭ শতাংশ ছুটি, অবসর ও বিনোদনের উদ্দেশ্যে। বিদেশগামী পর্যটকরা সর্বাধিক ব্যয় করেন স্বাস্থ্য ও চিকিৎসাখাতে ২৯ দশমিক ৪৯ শতাংশ, এরপর পরিবহনে ২৫ দশমিক ২৮ ও কেনাকাটায় ২২ দশমিক ৯৪ শতাংশ।

বিবিএস প্রকাশিত জরিপে দেখা যায়,ভ্রমণে এগিয়ে সিলেটিরা আর সবচেয়ে কম ভ্রমণ করে ময়মনসিংহ অঞ্চলের মানুষ। ভ্রমণে বাংলাদেশিদের পছন্দের সময় ডিসেম্বর আর সবচেয়ে কম ভ্রমণ করে এপ্রিল মাসে।  বিদেশ ভ্রমণে শীর্ষে ঢাকা বিভাগ, সর্বনিম্ন ময়মনসিংহে। ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ মানুষ বিদেশ ভ্রমণ করেছেন । তারপরই খুলনা বিভাগ ১৯ দশমিক ৮৪ শতাংশ ও সিলেট বিভাগে ১৭ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে বহির্গামী পর্যটকের সংখ্যা সর্বনিম্ন, মাত্র শূন্য দশমিক ৫৪ শতাংশ। 

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন