নীল দুনিয়ার গল্প

ইশতিয়াক শুভ

কাছ থেকে দেখলে মনে হয় নীল আকাশ আর নিমোফিলিয়া ফুল এক সঙ্গে মিশে আছে। হিতাচি সি সাইড পার্ক। জাপানের ইবারাকি প্রিফেকচার এর হিতাচিনাকাতে প্রশান্ত মহাসাগরের তীরে অভূতপূর্ব সুন্দর এই পার্কটির অবস্থান। গত বছরের বসন্তে গিয়েছিলাম মনোরম এই পার্কটি দর্শনে। দেখে এসেছি টিউলিপ আর প্যাসিফিক সমুদ্রের অপরুপ সৌন্দর্য।

নীল দুনিয়া

গোটা পার্কটাই একটি বিশাল ফুলের বাগান। এই বিশাল বাগানটি গড়ে উঠেছে সাড়ে তিন হেক্টর জায়গা জুড়ে। জাপানের চার ঋতুতে চার ধরনের ফুল দেখা যায় এই পার্কে। সারা বছর তাই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে এপ্রিল-মে এর দিকে নীল নিমোফিলিয়াতে ছেয়ে যায় পুরো পার্কটি। সঙ্গে যোগ নীল জলের প্রশান্ত মহাসাগরের অপার সৌন্দর্য।

সারা বছর তাই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে

সারা বছর তাই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। টোকিও স্টেশন থেকে ট্রেন ও বাস রয়েছে কাতুসুটা স্টেশন পর্যন্ত। সেখান থেকে পার্ক পর্যন্ত ট্যাক্সি ও বাস রয়েছে। যাওয়া আসা ৫০০০ ইয়েন এর মত খরচ হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন